২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি

নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখুন : ইসলামী আন্দোলন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে ইতিহাস সৃষ্টি করেছে। আদার কেজি ৫০০ টাকা, রসুনের কেজি ১৮০ টাকা, চিনি ১৪০ টাকা এভাবে প্রতিটি পণ্যের বৃদ্ধির ফলে মানুষ অসহায়।

তিনি বলেন, নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রেখে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন। সব জিনিসপত্রের দাম এখন আর সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই। মানুষ খুব অসহায় যন্ত্রণা নিয়ে বেচে আছে। এর মধ্যে দেশব্যাপী বিদ্যুৎ ও জ্বালানির ভয়াবহ সংকট চলেছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের ব্যর্থতা, অদূরদর্শিতা ও দুর্নীতির কারণে আজ জনগণকে চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। এখন আবার গ্যাসের দাম বৃদ্ধি প্রস্তাব করা হচ্ছে। তিনি বলেন, সবকিছুর নিরবচ্ছিন্ন সুবিধা না দিয়ে দফায় দফায় দাম বৃদ্ধি কোনভাবেই যুক্তযুক্ত হতে পারে না।

আজ শুক্রবার (২৬ মে) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মাস্টার রহ. জোনের দায়িত্বশীল তারবিয়াতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী। ঢাকা জেলা দক্ষিণ সভাপতি আলহাজ্ব জয়নুল আবেদীনের সভাপতিত্বে এবং জয়েন্ট সেক্রেটারী আলহাজ্ব মুহাম্মদ শাহীন আহমাদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা জেলা দক্ষিণের প্রচার ও দাওয়াহ সম্পাদক মুফতী আলআমিন শাহাদাত, প্রশিক্ষণ সম্পাদক মুফতি রিয়াজুল ইসলাম, দোহার উপজেলা সভাপতি কামাল হোসেন মাস্টার, সেক্রেটারি হাফেজ সুলাইমান বেপারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আহমদ আবদুল কাইয়ূম বলেন, বাজারের অসহনীয় পরিস্থিতির সঙ্গে বিদ্যুৎ ও গ্যাসের সংকট মানুষকে সীমাহীন বিপদে ফেলে দিয়েছে। নিত্যপণ্যের আকাশচুম্বি মূল্যবৃদ্ধি, অপরদিকে বিদ্যুৎ ও গ্যাসের ভয়াবহ সংকট জনগণকে চরম বিপদে ফেলেছে। সরকারের উন্নয়নের কথা এখন ফাঁকা বুলিতে পরিণত হয়েছে। জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে কার্যকরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com