নিবন্ধন ছাড়াই টিকা নিতে পারবেন গ্রামের মানুষ

নিবন্ধন ছাড়াই টিকা নিতে পারবেন গ্রামের মানুষ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনার টিকা নিতে অনলাইনে নিবন্ধন করার নিয়ম করেছে সরকার। তবে এই জটিল প্রক্রিয়ায় যুক্ত হওয়া ছাড়াই টিকা পাচ্ছেন গ্রামের মানুষেরা। এ ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বয়স্করা।

আজ রবিবার (২৫ জুলাই) বিকেলে এক ভার্চ্যুয়াল মতবিনিময় সভায় এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

গ্রামের মানুষদের টিকাদানের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে তাদের টিকা দেয়া হবে। টিকা গ্রহণকারীদের নাম প্রয়োজনে পরে অনলাইনে নিবন্ধিত করে নেয়া হবে।

২১ কোটি টিকার প্রতিশ্রুতির কথা স্মরণ করে তিনি জানান, এই টিকার মধ্যে রয়েছে জনসন অ্যান্ড জনসনের ৭ কোটি, মডার্নার ৭ কোটি, চীনের ৩ কোটি, অ্যাস্ট্রাজেনেকার ৩ কোটি ও রাশিয়ার ১ কোটি।

করোনার সংক্রমণ বৃদ্ধির চিত্র তুলে ধরে জাহিদ মালেক বলেন, প্রথম ঢেউয়ের হ্রাস পাওয়া সংক্রমণের চেয়ে এখন বেড়েছে ৬-৭ গুণ। এ ছাড়া মৃত্যুর হার ১০ গুণ, হাসপাতালে শয্যার চাহিদা ১০ গুণ এবং অক্সিজেনের চাহিদা ৪-৫ গুণ বেড়েছে।

আগামী সপ্তাহ থেকে প্রতি সপ্তাহে ভারত থেকে ২০০ টন তরল অক্সিজেন আমদানি করছে সরকার। এ তথ্য জানিয়ে তিনি বলেন, ৪৩টি অক্সিজেন জেনারেটর কেনা হচ্ছে। এ ছাড়া সামনের মাসে দেশে টিকার মজুদের পরিমাণ দাঁড়াবে ১ কোটি ২০ লাখ।

বাংলাদেশ বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিএমসিএর সভাপতি এম এ মুবিন খান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *