নিবন্ধন নিয়ে চিন্তিত নয় বিএনপি : আমীর খসরু

নিবন্ধন নিয়ে চিন্তিত নয় বিএনপি : আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক ● বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, তা নিয়ে অনেক আলোচনা চলছে। এমনকি নির্বাচনে অংশগ্রহণ না করলে নিবন্ধন বাতিল হয়ে যাবে, এমন কথাও বলা হচ্ছে। তবে এ নিয়ে বিএনপির কোনো চিন্তা নেই।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক গোলটেবিল আলোচনা সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনে জাতীয় সংলাপের প্রয়োজনীয়তা’ শীর্ষক এ গোলটেবিল আলোচনা সভার আয়োজন করা হয়।

আমির খসরু বলেন, নির্বাচনে অংশগ্রহণ না করলে নিবন্ধন বাতিল হয়ে যাবে-এমন কথাও বলা হচ্ছে। বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। যখনই নিরপেক্ষ নির্বাচন হয়েছে, এটা প্রমাণিত তখনই। সুতরাং নিবন্ধন নিয়ে যাদের চিন্তা ওনারা সেই চিন্তাতেই থাকুন। এ নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমি পরিষ্কারভাবে বলতে চাই- বিএনপিকে নিবন্ধনের ভয় দেখিয়ে নির্বাচনে নিয়ে যাবেন-এমন ভরসা না করাই ভাল। কারণ ৫ জানুয়ারির মতো নির্বাচনে বিএনপি যাবে না।

patheo24/mr

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *