২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৪ঠা রমজান, ১৪৪৪ হিজরি

নিম্নমানের ফুড সাপ্লিমেন্ট বন্ধে কঠোর ব্যবস্থা নিন

ঔষধ প্রশাসন অধিদপ্তর বা বিএসটিআই কোনো প্রতিষ্ঠানই ফুড সাপ্লিমেন্ট নিয়ন্ত্রণ কিংবা এর গুণগত মান যাচাই করে না। অথচ কিছু চিকিৎসক রোগীদের ব্যবস্থাপত্রে লিখে যাচ্ছেন নানা ধরনের ফুড সাপ্লিমেন্টের নাম। খাদ্যসম্পূরক হিসেবে বিক্রি হলেও প্রক্রিয়াজাত খাদ্যের মান নির্ধারণ ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআই বলছে, ফুড সাপ্লিমেন্ট তাদের এখতিয়ারভুক্ত নয়। আবার ঔষধ প্রশাসনেরও আওতায় নেই এটি। ফলে সরকারকেই নির্ধারণ করতে হবে কোন প্রতিষ্ঠান এটা দেখবে। যে আইন আছে তা প্রয়োগ করলেই এসব মানুষ ঠকানোর ধান্দা অনেকাংশে বন্ধ হবে।

হাসিমুর রহমান
আম্বরশাহ, সিলেট।

 

মাসিক পাথেয়, ফেব্রুয়ারি ২০১৮

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com