নির্বাচনী প্রচারণায় কুমিল্লার পথে মির্জা ফখরুল

নির্বাচনী প্রচারণায় কুমিল্লার পথে মির্জা ফখরুল

পাথেয় রিপোর্ট : নির্বাচনী প্রচারে অংশ নিতে ঢাকা থেকে কুমিল্লার পথে রওনা হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চান্দিনা ও সোয়াগাজীতে নির্বাচনী প্রচারে অংশ নিবেন তিনি। কুমিল্লা পৌঁছে প্রথমে চান্দিনায় এবং পরে সোয়াগাজীতে তার পথসভা করার কথা রয়েছে।

বুধবার সকাল ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে সড়কপথে রওনা হন তিনি। যাত্রাপথে ফখরুলের বহরে তার নিজের একটি এবং নিরপত্তাকর্মীদের দুটি গাড়ি রয়েছে। এ ছাড়া রয়েছে সংবাদকর্মীদের কয়েকটি গাড়ি। সায়েদাবাদ থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত পুলিশের একটি পিকআপ থাকলেও ব্রিজ পার হওয়ার পর পুলিশের গাড়িটি চলে যায়।

কুমিল্লা-৭ আসনে রেদোয়ান আহমেদ এবং কুমিল্লা-১০ আসনে ধানের শীষের প্রার্থী কারাবন্দি মনিরুল হক চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচার চালাবেন ফখরুল।

রেদোয়ান আহমেদ ২০ দলীয় জোটের শরিক এলডিপির মহাসচিব এবং মনিরুল হক চৌধুরী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য।

গত ১৫ ডিসেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের নেতা জেএসডির আসম আবদুর রব, বিএনপির নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, জেডএম জাহিদ হোসেন, কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ও গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুল্লাহ চৌধুরী ময়মনসিংহের পথে চারটি পথসভা করে ধানের শীষের প্রার্থীদের পক্ষে ভোট চান।

বিএনপি মহাসচিব ফখরুল গত সাপ্তাহে ঠাকুরগাঁও-১ ও বগুড়া-৬ আসনে নির্বাচনী প্রচারে অংশ নেন। ওই দুই আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। এর মধ্যে বগুড়া-৬ আসনে বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার নামে মনোনয়নপত্র জমা দেওয়া হলেও দুর্নীতি মামলায় সাজা হওয়ায় তা বাতিল হয়ে যায়।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি মহাসচিবের গাড়িবহরে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান, নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী, মো. সালাহ্উদ্দিন ভুইয়া শিশির প্রমুখ।

আরো জানা গেছে, এসব জনসভায় জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা জেএসডি সভাপতি আসম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না যাওয়ার কথা রয়েছে।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা অভিমুখে বিএনপির নির্বাচনী প্রচারণা ব্যাপারে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, চান্দিনা উপজেলায় দুপুর ১২টায় ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফুলতলী স্টেডিয়ামে দুপুর ২টায় জনসভা অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *