‘নির্বাচনের জন্য তৈরি হচ্ছে অ্যাপস, ঘণ্টায় ঘণ্টায় জানা যাবে কাস্টিং’

‘নির্বাচনের জন্য তৈরি হচ্ছে অ্যাপস, ঘণ্টায় ঘণ্টায় জানা যাবে কাস্টিং’

পাথেয় টুয়েন্টিফোর ডটকম: নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, “নভেম্বর প্রথম সপ্তাহে তফসিল, জানুয়ারিতে ভোট। নিয়মানুযায়ী আগামী বছর জানুয়ারির ২৯ তারিখের মধ্যে নির্বাচন করতে হবে। অংশগ্রহণমূলক নির্বাচনে রাজনৈতিক দলের আগ্রহ থাকতে হবে। জোর করে কাউকে নির্বাচনে অংশগ্রহণ করানো যাবে না। কেউ নির্বাচনে না এলে সেই দায়িত্ব আমাদের না। তবে আমরা সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাই।”

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ইসি আনিছুর রহমান বেলা সাড়ে ১১টায় গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ সভাকক্ষে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতেহ মোহাম্মদ সফিকুল ইসলাম।

ইসি আনিছুর রহমান বলেন, “এবার জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন সকালে ব্যলট পেপার কেন্দ্রে যাবে। গত এক বছর সাত মাসে হাজারখানেক নির্বাচন করেছি। সিসি ক্যামেরা ছিল। জাতীয় সংসদ নির্বাচনে সিসিটিভি ক্যামেরা না-ও থাকতে পারে। তবে নির্বাচন ব্যবস্থাপনায় অ্যাপস তৈরি হচ্ছে। অ্যাপসে ভোট কাস্টিং ঘণ্টায় ঘণ্টায় জানা যাবে।”

অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিবালয়ের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর বলেন, “আপনারা জেনে নিন, স্মার্টকার্ড সামগ্রিক কাজে ব্যবহার করা যাবে। তবে যারা স্মার্ট কার্ড পাননি, তাদের আশ্বস্ত করছি, অবশ্যই কার্ড পাবেন।”

এনআইডি প্রকল্প পরিচালক আবুল হাসনাত মোহাম্মদ সায়েম বলেন, “স্মার্টকার্ড মাদার ডকুমেন্ট। দেশে ৩৮৫ উপজেলায় ৭ কোটি ৬০ লাখ মানুষকে দেওয়া হয়েছে।”

জেলা নির্বাচন কমিশনার কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, “চলতি বছরের জুলাই নাগাদ উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৯০ হাজার ৭’শ ১১ জন। মোট ভোটারের ২ লাখ ৮৫ হাজার স্মার্ট কার্ড বিতরণ হবে। কিছু ভোটার আপাতত তথ্য সংক্রান্ত জটিলতায় কার্ড পাবেন না।”

শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা.শাহ আল নোমান বলেন, “শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। এ ইউনিয়নের ভোটারদের স্মার্টকার্ড বিতরণ শেষ হলে অন্যান্য ইউনিয়নের ভোটারদের স্মার্টকার্ড দেওয়া শুরু হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন-অর রশীদ ফরিদ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *