পাথেয় রিপোর্ট : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় গুজব ও উস্কানিমূলক ভিডিও ছড়ানোর অভিযোগে রাজধানীর মগবাজার ও মৌচাক এলাকা থেকে ৮ জনকে গ্রেফতার করেছে র্যাব-২।
শুক্রবার (২৮ ডিসেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভিডিও তৈরির সরঞ্জামাদি, ল্যাপটপ ও মোবাইল জব্দ করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় অসত্য তথ্য প্রচার ঠেকাতে ফেসবুকে একটি সাইবার নিউজ ভেরিফিকেশন (সংবাদ-যাচাই) সেন্টার চালু করা হয়েছে।
উল্লেখ্য, নির্বাচনী আমেজ শুরু হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তৎপর হয়ে উঠেছিলে একটি গোষ্ঠী। আসন্ন একাদশ নির্বাচন নিয়ে নানা রকমের ভিডিওবার্তা দিয়ে তারা জনমনে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করেছে। প্রশাসন প্রথমেই বলেছিলেন, আমরা এসব গুজবিদের উপর নজর রাখছি। যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে সোশ্যাল মিডিয়ায় এমন নাশকতা করবে আমরা তাদের উপর নজর রাখছি।