পাথেয় টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশের কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর পাঁচ সদস্যকে। রবিবার (২৬ নভেম্বর) পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট (এটিইউ) তাদের গ্রেপ্তার করে। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে আটটি মোবাইল ফোন সেট ও তাদের দলের কাগজপত্র জব্দ করা হয়।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার বিকাল পৌনে ৪টার দিকে কুমিল্লার দক্ষিণ ঠাকুরপাড়া সাকিন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন; চাঁদপুরের মশিউর রহমান ওরফে রাসেল (৩৭), কুমিল্লার আবু সুফিয়ান (২০), কুমিল্লার সালাউদ্দিন (৪৩), ফেনীর আলাউদ্দিন (৩১) ও জুলহাস হোসেন (২৫)।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।