১০ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ , ১১ই মহর্রম, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্ন লুহানস্ক অঞ্চলে রুশ বাহিনী নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহার করেছে। এমনই অভিযোগ করেছেন ইউক্রেনের এক সিনিয়র পুলিশ কর্মকর্তা।
পপসনার প্রধান পুলিশ কর্মকর্তা ওলেস্কি বিলশিতস্কি শনিবার (১২ মার্চ) বলেছেন, রাশিয়ান বাহিনী তার অঞ্চলে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে।
এছাড়া ইউক্রেনের মানবাধিকার ন্যায়পাল একই অভিযোগ করেছেন। তিনি বলেন, লুহানস্ক অঞ্চলের পপসনারে রাতজুড়ে হামলায় রুশ বাহিনী ফসফরাস বোমা ব্যবহার করেছে। তবে রয়টার্সের পক্ষ থেকে এই অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ইউক্রেনের লিউডমিলা ডেনিসসোভা নামে ওই ন্যায়পাল রুশ বাহিনী ফসফরাস বোমা ব্যবহার করেছে এমন একটি ছবি শেয়ার করেছেন। তবে ইউক্রেনের কাছে এর শক্ত প্রমাণ আছে এ দাবি করেননি।
লিউডমিলা ডেনিসসোভা অনলাইনে এক বিবৃতিতে বলেন, ‘রোম কনভেনশন মতে একটি বেসামরিক শহরে এমন অস্ত্র দিয়ে রুশ বাহিনীর বোমা হামলা এ একটি যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ।’
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড, জেরুজালেম পোস্ট