নিষেধাজ্ঞা কাটিয়ে না উঠতেই র‌্যাংকিংয়ের শীর্ষে সাকিব

নিষেধাজ্ঞা কাটিয়ে না উঠতেই র‌্যাংকিংয়ের শীর্ষে সাকিব

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে না উঠতেই আইসিসির ওয়ানডে ফর‌ম্যাটে অলরাউন্ডার তালিকায় শীর্ষস্থান ফিরে পেলেন বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান।

বুধবার (০৪ নভেম্বর) ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি তাদের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করে।

আর সাকিবের অনুপস্থিতিতে র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা আফগানিস্তানের মোহাম্মদ নবী যথারীতি নেমে গেছেন দ্বিতীয় অবস্থানে।

ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়ে তা প্রত্যাখ্যান করলেও নিয়ন্ত্রক প্রতিষ্ঠানকে অবগত না করায় গত বছর আইসিসির নিষেধাজ্ঞায় পড়েন সাকিব। বেশ কিছু সময় ক্রিকেটের তিন ফরম্যাটেই শীর্ষ অলরাউন্ডার ছিলেন সাকিব। নিষেধাজ্ঞার আগে ওয়ানডে ফরম্যাটেই এই শীর্ষত্ব ছিল তার দখলে। নিষেধাজ্ঞার পরে থেকে করোনা মহামারী শুরু হওয়ায় খুব বেশি ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে হয়নি সাকিবকে। মিস করেছেন মাত্র ৩টি ওয়ানডে ম্যাচ।

গেল ২৯ অক্টোবর উঠে গেছে সেই নিষেধাজ্ঞা। আর আইসিসির র‌্যাংকিং তালিকা হালনাগাদ হলে যথারীতি সাকিব ফের ঢুকে গেছেন শীর্ষে। র‌্যাংকিংয়ে ৩৭৩ রেটিং পয়েন্ট নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭২ পয়েন্টে এগিয়ে রয়েছেন এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।

এছাড়াও তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস। এছাড়া র‍্যাংকিংয়ে নিজেদের মধ্যে জায়গা অদল-বদল করেছেন বেন স্টোকস (৪) ও ইমাদ ওয়াসিম (৫)। পরের চারটি অবস্থান আবার রয়েছে অপরিবর্তিত। এক ধাপ এগিয়ে সেরা চারে ঢুকেছেন জিম্বাবুয়ে শন উইলিয়ামস।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *