নিষেধাজ্ঞা স্বত্ত্বেও আতশবাজিতে কেঁপে ওঠে রাজধানী
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কাগজে কলমে নিষেধাজ্ঞা স্বত্ত্বেও মধ্যরাতে কেঁপে ওঠে রাজধানী ঢাকা। আতশবাজির মুহুর্মুহু ধ্বনিতে ঘুমের শিশুরা কান্না দিয়ে জেগে ওঠে। রাস্তায় নেমে আসে শিশু, কিশোর ও বয়স্ক মানুষেরা। এমন ভয়ঙ্কর রূপ নেয় যে মা-বাবা নিজেদের বাচ্চাদের নিয়ে সন্দেহে পড়ে যায়। মধ্যরাতেও বিক্রি হতে দেখা যায় আতশবাজি। রাজধানীর মালিবাগ, রামপুরা এবং বৌ-বাজার রোডের কোথাও পুলিশের নজরদারি চোখে পড়েনি।
এদিকে রঙ বেরঙের ফানুস উড়িয়ে, আলোকসজ্জা ও আতশবাজির মধ্য দিয়ে ইংরেজি নববর্ষ ২০২১ বরণ করেছে রাজধানীবাসী।
শুক্রবার (১ জানুয়ারি) রাত ১২টা এক মিনিটে আতশবাজি ও ফানুসে আলোকিত হয়ে ওঠে রাজধানীর আকাশ। করোনাকালে খোলা যায়গায় বর্ষবরণের আয়োজন না করতে পুলিশের নির্দেশনা ছিল। সে মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি, হাতিরঝিলসহ নানা এলাকায় সীমিত আকারে হয়েছে বর্ষবরণের আয়োজন।
তবে বর্ষবরণ উপলক্ষে নানা আয়োজনে মুখরিত ছিল রাজধানী পাঁচ তারকা হোটেলগুলো।
অন্যদিনের তুলনায় শীতের তীব্রতাও ছিল কম। পুরাতন বছরকে বিদায় জানাতে শীত কোনো বাধা হয়ে দাঁড়ায়নি এদিন। অনেক বাড়ির ছাদে ছাদে ফানুস, আতশবাজির পাশাপাশি চলে বারবি কিউ পার্টি। রাজধানীর ছাদগুলোতে গান বাজিয়ে আনন্দ করে নানা বয়সী মানুষ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন বছরকে শুভেচ্ছা জানিয়ে অনেকের পোস্ট, ম্যাসেজ চোখে পড়ার মতো। অনেকেই ফেসবুকে শেয়ার করেছেন ছাদে কিংবা বাইরে বর্ষবরণের ছবি। এছাড়া নতুন বছরকে আপন করে নিতে কক্সবাজার, কুয়াকাটা সমুদ্র সৈকতে ছিল মানুষের ভিড়।
এদিকে বছরের শেষ দিন বিকেল থেকেই রাজধানীজুড়ে পুলিশের কঠোর নিরাপত্তা ও তল্লাশি ছিলো। কিন্তু রাতে এটা শিথিল হয়ে যায়। বর্ষবরণে বিশেষ কোনো আয়োজন না থাকায়, খোলা জায়গায় থার্টি ফার্স্ট পালন করতে না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নগরবাসী।