১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ২১শে জিলকদ, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নোয়াখালীর সোনাইমুড়িতে পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত এবং একজন আহত হয়েছেন। রবিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার বজরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘নিহতরা সিএনজির চালক ও যাত্রী।
এদের মধ্যে একজন ঘটনস্থলেই এবং তিনজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ‘
নিহতরা হলেন- অটোরিকশা চালক পারভেজ, যাত্রী মামুনুর রহমান এবং জসিম। এ ছাড়া অন্য নিহতের পরিচয় জানা যায়নি।
নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে এবং আহত ব্যক্তিকে হাসপাতালের ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম।