২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৫ই রমজান, ১৪৪৪ হিজরি

নোয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নোয়াখালী জেলার চাটখিল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৯টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) রাত ১টার দিকে চাটখিল বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। চাটখিল পৌর বাজারের মূল সড়কের দক্ষিণ পাশে মোহাম্মদিয়া হোটেলের সামনে এ অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডে মোজাইক, ফার্মেসীসহ বিভিন্ন ধরনের ৯টি দোকান পুড়ে যায়। পরে চাটখিল ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে আসে ১ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়।

খবর পেয়ে তাৎক্ষণিক ওসি মো. গিয়াস উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হন। এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের সমবেদনা জানিয়েছেন নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহিম।

তাছাড়া সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. জাহাঙ্গীর কবির, চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূইয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদানের তিনি প্রচেষ্টা চালাবেন।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com