১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ২১শে জিলকদ, ১৪৪৪ হিজরি

নোয়াখালীতে সাড়ে ৩ কোটি টাকা মূল্যের খাসজমি উদ্ধার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নোয়াখালীর বেগমগঞ্জে সরকারি ৬ শতক খাসজমি দখলমুক্ত করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার বাংলাবাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত।

জানা যায়, সরকারি খাসজমি দখল করে ভবন নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ পান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত। সরেজমিনে অভিযোগের সত্যতা পেয়ে বাংলাবাজার এলাকার শামসুল হকের ছেলে আবুল বাশারকে (৪০) দুই লাখ টাকা জরিমানা করেন এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সরকারি খাস খতিয়ানভুক্ত ৬ শতক জমি অবৈধ দখলমুক্ত করেন। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা। এছাড়া পার্শ্ববর্তী অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি করায় মো. সুজন (৪৫) নামে আরেক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত বলেন, সরকারি জমি দখল করে ভবন নির্মাণ করা আইনগত দণ্ডনীয় অপরাধ। তাই দখলমুক্ত করে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com