নৌ শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

নৌ শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিভিন্ন দাবিতে নৌ পরিবহন শ্রমিকদের ডাকা চলমান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর শ্রম ভবনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে সরকার, মালিক-শ্রমিকনেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে নৌ পরিবহন শ্রমিকদের ডাকে চলমান ধর্মঘট প্রত্যাহার এবং এই সেক্টরের উদ্ভূত সমস্যা সমাধানে বৈঠক করেন নেতারা।

শনিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টা থেকে এ কর্মবিরতি শুরু করেন নৌযান শ্রমিকরা।

শ্রমিকদের ১০ দফা দাবির মধ্যে ছিল, নৌযান শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বুক প্রদানসহ শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ, খাদ্য ভাতা ও সমুদ্র ভাতার সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ও নাবিক কল্যাণ তহবিল গঠন করা, দুর্ঘটনা ও কর্মস্থলে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণ করা, নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস দেওয়াসহ ভারতীয় সীমানায় সব হয়রানি বন্ধ, নৌ-পরিবহন অধিদফতরের সব ধরনের অনিয়ম-অব্যবস্থাপনা বন্ধ করা ইত্যাদি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *