ন্যাশনাল ব্যাংকের বোর্ড ভেঙ্গে দিলো বাংলাদেশ ব্যাংক

ন্যাশনাল ব্যাংকের বোর্ড ভেঙ্গে দিলো বাংলাদেশ ব্যাংক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিভিন্ন অনিয়মের অভিযোগে ন্যাশনাল ব্যাংকের বিদ্যমান বোর্ড ভেঙে দিয়ে নতুন বোর্ড গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। নিয়ম লঙ্ঘন করে ঋণ অনুমোদন, বোর্ডের ক্ষমতার অপব্যবহার এবং পরিচালক নির্বাচনসহ নানা কারণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সুপারিশের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার পৃথক দুটি আদেশের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। আদেশে বলা হয়েছে, আমানতকারীদের পাশাপাশি সাধারণ গ্রাহকদের স্বার্থ রক্ষায় ন্যাশনাল ব্যাংকের বিদ্যমান পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, “বুধবার একটি সভায়, আমরা ব্যাংকটিকে রক্ষা করার জন্য বোর্ডটি ভেঙে দিয়ে নতুন একটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা বাংলাদেশ ব্যাংককে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করেছি।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ব্যাংক পদক্ষেপ নিয়েছে। আমরা মনে করি গ্রাহক ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *