২০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ২৭শে শাবান, ১৪৪৪ হিজরি

পঞ্চগড়ে আগুনে পুড়ল অর্ধশত দোকান

ফাইল ছবি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পঞ্চগড় মধ্য বাজারের অর্ধশত দোকানঘর আগুনে পুড়ে গেছে। পুড়ে গেছে দোকানে থাকা জিনিসপত্র।

স্থানীয়রা জানান, শুক্রবার (১১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে হঠাৎ পঞ্চগড় বাজারের শুঁকটিহাটি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে চারপাশে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যেই মুরগি, শুঁটকি ও চিড়ামুড়ির অর্ধশত দোকানঘর পুড়ে যায়।

ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে না পাড়লেও স্থানীয়রা ধারণা করছেন কোটি টাকারও বেশি জিনিসপত্র আগুনে পুড়ে নষ্ট হয়েছে।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com