আদিল মাহমুদ : মালিবাগ থেকে তুরাগ বাসে করে যাত্রবাড়ি যাচ্ছে কামিল হোসাইন। যানজটে আটকাপড়ে আছে সায়দাবাদ জনপদ মোড়ে। গাড়ি আর কিছুতেই এগোচ্ছে না। এদিকে ইফতারের সময় ঘনিয়ে এলো। কামিলের ইচ্ছে ছিল বাসায় গিয়ে আব্বু-আম্মু, ভাই-বোনদের সঙ্গে ইফতার করবে। কিন্তু দীর্ঘ যানজটের কারণে সেটা সম্ভব হয়নি। তাই কামিলের মন খারাপ, চোখে-মুখে কিছুটা বিরক্তির ছাপ।
ইফতারের সময় হয়ে গেছে, কিন্তু কামিলের হাতে কোন ইফতার নেই। আর গাড়ি থেকে নেমে ইফতার সামগ্রী কিনবেন, তারও কোন উপায় নেই। এমন সময় জনপথ মোড়ে বাংলাদেশ জমিয়তুল উলামার পথইফতার কার্যক্রম কেমন হচ্ছে পরিদর্শন করতে আসা বাংলাদেশে জমিয়তুল উলামার সেক্রেটারি মাওলানা সদরুদ্দীন মাকনুন কামিলের হাতে ইফতারের ছোট্ট একটি প্যাকেট আর এক গ্লাস শরবত তুলে দিলেন। তার মাথায় যেনো আকাশ ভেঙে পড়লো। খুশিতে আটখানা হয়ে গেল। সঙ্গে সঙ্গে জমিয়তের কর্মীরাও এ বাসের বেশ কিছু যাত্রীকে বিনামূল্যে ইফতারি দিলেন। সামান্য একটু ইফতারি হাতে পেয়ে যাত্রীদের শরীরে ভাঁজে ভাঁজে ফুটে উঠেছে নির্মল প্রশান্তি।
কর্মব্যস্ত নগরীতে কাজ শেষে পথে যানজটে আটকে বাসায় পরিবারের সঙ্গে ইফতার করার সুযোগ হারান কামিলের মত অনেকেই। সে জন্যে ধনী-গরিব নির্বিশেষে রাস্তাঘাটে চলাচলরত রোজাদারদের এভাবে বিনামূল্যে ইফতার সামগ্রী বিতরণ করছে বাংলাদেশ জামিয়তুল উলামা ঢাকা মহানগরী।
একজন রোজাদারের সবচেয়ে আনন্দের মুহূর্ত হলো ইফতারের সময়। তাই পথচারীদের মুখে ইফতার তুলে দিতে প্রথম রোজা থেকেই শুরু হয়েছে শহরের বিভিন্ন জায়গাতে জমিয়তের পথইফতার। বিশেষ করে বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার ও রিকশার যাত্রীরা এই কর্মসূচির আওতায় থাকছেন। পায়েচলা পথচারীরাও বাদ যাচ্ছেন না। ছিন্নমূলরাও ভিড় করছে জমিয়তের দেয়া পথইফতারি নিতে।
———————————-/
সম্পাদনা : মাসউদুল কাদির