পদ্মায় আরও একজনের মরদেহ উদ্ধার

পদ্মায় আরও একজনের মরদেহ উদ্ধার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় ডেইজি খাতুন (৩৫) নামে আরও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুন্দরগঞ্জ এলাক থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।

এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হলো। নিহত ডেইজি পাকা ইউনিয়নের দশরশিয়া বাজার এলাকার হারুন আলীর স্ত্রী।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বী জানান, নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জনের মরদেহ এবং ২৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে আরও কয়েকজন।

এর আগে গত বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের বোগলাউড়ি ঘাট থেকে প্রায় ৩০/৩৫ জন যাত্রী নিয়ে নৌকাটি পাকা ইউনিয়নের দশরশিয়া বাজার এলাকায় যাওয়ার পথে লক্ষীপুর চর এলাকায় ডুবে যায়।

প্রশাসন ও স্থানীয়রা জানিয়েছেন, অতিরিক্ত মালামাল, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং প্রচণ্ড স্রোতের কারণেই এ নৌকাডুবির ঘটনা ঘটেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *