পদ্মা সেতুতে চার দিনে ৬০ মোটরসাইকেল চালককে জরিমানা

পদ্মা সেতুতে চার দিনে ৬০ মোটরসাইকেল চালককে জরিমানা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পদ্মা সেতু পার হওয়ার সময় সরকারি নির্দেশনা অমান্য করায় আরও ১৯ মোটরসাইকেল চালককে জরিমানা করেছে ট্রাফিক পুলিশ।

মঙ্গলবার (২৪ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর বিভিন্ন অংশে মোটরসাইকেল চালকদের এ জরিমানা করা হয়।

এ নিয়ে ঈদের আগের দিন থেকে মঙ্গলবার পর্যন্ত চার দিনে (ঈদের দিন বাদে) মোট ৬০ মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়েছে। এসব চালককে মোট ১ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (অর্থ ও প্রশাসন) বজলুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এর মধ্যে ঈদের পরদিন ররিবার সকাল থেকে বিকেল পর্যন্ত লেন পরির্বতনের মধ্য দিয়ে শর্ত ভাঙার অপরাধে মোটরসাইকেলের ২২ জন চালককে ৩ হাজার টাকা করে ও একজন চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ঈদের আগের দিন শুক্রবার ৯ জন চালককে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়। সোমবার ৯ জনকে ৩ হাজার টাকা করে ১৮ হাজার টাকা ও মঙ্গলবার ১৯ মোটরসাইকেল চালককে ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *