পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে দুই দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে দুই দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মুতালিব এস সুলাইমান এবং থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমু‌দের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ ক‌রে‌ছেন।

সোমবার (৫ ফেব্রুয়া‌রি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্ত‌রে এ সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়।

পররাষ্ট্রমন্ত্রীর আশ্বাস

বৈঠকে লিবিয়ার পুনর্গঠনে বাংলাদেশ পাশে থাকবে উল্লেখ করে ড. হাছান মাহমু‌দ সেখানে বাংলাদেশি ডাক্তার, নার্স, প্রকৌশলী, কৃষিবিদসহ দক্ষ পেশাজীবী ও জনশক্তি এবং ঠিকাদার প্রতিষ্ঠানের কাজের সুযোগের বিষয়ে আলাপ করেন।

অন্যদিকে থাই রাষ্ট্রদূতের সঙ্গে হাছান মাহমুদ বৈঠকে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, চট্টগ্রাম-ইয়াঙ্গুন কোস্টাল শিপিং, ওষুধ, চামড়াজাত ও পাটজাত পণ্য রপ্তানি, এলএনজি আমদানি বিষয়ে আলোচনা করেন।

আরও পড়ুন: দক্ষিণ শীর্ষ সম্মেলন : ঐক্য, সংহতি ও সহযোগিতার ডাক 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *