আসসালামু আলাইকুম
প্রিয় বন্ধুর, কেমন আছো। দেখাদেখি থেকে লেখালেখি শুরু হয়। যারা শুরু করে তারাই অগ্রসর হয়। যা কিছু দুষ্টুমি তা কিন্তু বাকি থাকে না। যা কিছু লেখা হয় তা-ই বাকি থাকে। প্রবাদে আছে, ‘যদি থাকে লেখা তাহলে হবেই দেখা’। খাতায় অনেক সময় দশবছর আগের লেখাটাও পড়া যায়, ধরা যায়, ছোঁয়া যায়। হৃদয়ে বহুদিন পড়ে দেখে নাড়া দিয়ে ওঠে।
তাই লেখালেখির এই প্র্যাকটিসটা যে কেউ শুরু করতে পারে। আজ, কাল, পরশু- এই করে কিন্তু শুরুটা আর করা যাবে না। তাই কোনোসময় ক্ষেপণ না করে এখনই শুরুটা করতে হবে।
নতুনবছর এলো। নতুন উদ্যমে আবার কাজ শুরু করা দরকার। প্রত্যেন নতুনই প্রশান্তির। মনের ভেতর ভিন্ন এক উদ্যম অবস্থার সৃষ্টি করে।
নতুনকে বরণ করতে হয় আনুষ্ঠানিকভাবে। হৃদয়ের কোণে এই নতুনকে শুরু করার যে ভাবনা তা মানুষকে শরীর ঝাঁকি দিয়ে নতুনভাবে এগিয়ে যাওয়ার প্রয়াসী করতে সহযোগিতা করে।
আল্লাহতাআলা আমাদের নিজেকে গঠন করা তাওফিক দিন। আমীন।