পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে ভারতের পশ্চিমবঙ্গে শিশুমৃত্যু বেড়ে চলেছে। গত বৃহস্পতিবার রাত থেকে গত শুক্রবার দুপুর পর্যন্ত এক হাসপাতালেও চার শিশু মারা গেছে। তাদের সবার বয়সই চার বছরের কম।
অ্যাডেনোসহ নানা ভাইরাসের আক্রমণে পশ্চিমবঙ্গের প্রায় সব হাসপাতালের শিশুরোগ বিভাগের শয্যা ভর্তি। বহির্বিভাগেও প্রতিদিন বহু রোগীর ভিড়। কলকাতার হাসপাতালের ওপর থেকে চাপ কমাতে এবং জেলা স্তরেই রোগীদের চিকিৎসা দিতে এখন টেলিমেডিসিনের ওপরে জোর দিচ্ছে স্বাস্থ্য দপ্তর। পাশাপাশি গরম বাড়ার সঙ্গে সঙ্গে ভাইরাসের দাপট কমবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।
গত বছর চালু হওয়া টেলিমেডিসিন প্রকল্প ‘স্বাস্থ্য ইঙ্গিত’কে আরো মজবুত করতে গতকাল নির্দেশনা জারি করা হয়েছে। যাতে জেলার প্রত্যন্ত জায়গার হাসপাতালও তাদের কাছে ভর্তি থাকা শ্বাসকষ্টে আক্রান্ত শিশু রোগীর চিকিৎসায় বি সি রায় বা অন্য কোনো প্রসিদ্ধ মেডিক্যাল কলেজের শিশু রোগ বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারে।