পশ্চিমবঙ্গে মন্ত্রিসভায় বড় রদবদল, মমতার হাতে ৮ মন্ত্রণালয়

পশ্চিমবঙ্গে মন্ত্রিসভায় বড় রদবদল, মমতার হাতে ৮ মন্ত্রণালয়

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় বড় রদবদল হয়েছে। তবে এক বেচারাম মান্না ছাড়া আর কোনো নতুন কোনো মুখ যুক্ত হয়নি মন্ত্রিসভায়; তার পরিবর্তে পুরনো মন্ত্রীদেরই দেওয়া হয়েছে অতিরিক্ত দায়িত্ব।

মঙ্গলবার (৯ নভেম্বর) রাজ্যের নতুন অর্থনমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে তার হাতে থাকা মন্ত্রণালয়ের সংখ্যা পৌঁছেছে আটে।

বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে মমতার হাতে থাকা মন্ত্রণালয়সমূহ হলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূমি ও ভূমি সংস্কার, উদ্বাস্তু ও পুনর্বাসন, তথ্য ও সংস্কৃতি, কর্মী-প্রশাসনিক সংস্কার ও ই- গভর্ন্যান্স, উত্তরবঙ্গ উন্নয়ন ও অর্থ মন্ত্রণালয়।

নতুন মন্ত্রীর পাশাপাশি নতুন একজন প্রতিমন্ত্রীও পেয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য অর্থ মন্ত্রণালয়। চন্দ্রিমা ভট্টাচার্য হয়েছেন নতুন অর্থ প্রতিমন্ত্রী। পুর (পৌরসভা) ও নগর উন্নয়নের দফতরের পূর্ণ মন্ত্রী ও রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পাশাপাশি এই অতিরিক্ত দায়িত্ব পালন করবেন চন্দ্রিমা।

সদ্য অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রীপদ থেকে বিদায় নেওয়া অমিত মিত্র হতে যাচ্ছেন রাজ্যের অর্থ বিষয়ক মুখ্য উপদেষ্টা। একই সঙ্গে মুখ্যমন্ত্রীরও প্রধান উপদেষ্টার দায়িত্ব পাওয়া অমিত মিত্র পূর্ণ মন্ত্রীর মর্যাদা পাবেন তিনি।

এক নজরে পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভার রদবদল

অর্থমন্ত্রী: মমতা বন্দ্যোপাধ্যায়

অর্থ প্রতিমন্ত্রী: চন্দ্রিমা ভট্টাচার্য

পঞ্চায়েত মন্ত্রী: পুলক রায়

পঞ্চায়েত প্রতিমন্ত্রী: বেচারাম মান্না

ক্রেতা সুরক্ষা: মানস ভুঁইঞা

শিল্প পুনর্গঠন: পার্থ চট্টোপাধ্যায়

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *