পাঁচ দিনের সফরে সিলেটে আসছেন দেওবন্দের শিক্ষাসচিব

পাঁচ দিনের সফরে সিলেটে আসছেন দেওবন্দের শিক্ষাসচিব

পাথেয় রিপোর্ট : উপমহাদেশের সবচেয়ে বড় দীনি শিক্ষাপ্রতিষ্ঠান ভারতের ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দ শিক্ষাসচিব আল্লামা আফজাল হুসাইন কাইমুরী পাঁচ দিনের সফরে সিলেটে আসছেন। জানা যায়, সিলেটের ঐতিহ্যবাহী জামিয়া গহরপুরের বার্ষিক মাহফিলে যোগ দেবেন তিনি।

জামিয়া গহরপুরের মুহতামিম মাওলানা মুসলেহুদ্দীন রাজু জানান, ২০ ডিসেম্বর বৃহস্পতিবার জামিয়া গহরপুরের ৬২তম বার্ষিক মাহফিল। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন দারুল উলুম দেওবন্দের শিক্ষাসচিব। এছাড়া তিনি সিলেট বিভাগের বেশ কয়েকটি দীনি মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

উল্লেখ্য, জামিয়া গহরপুরের ৬১তম বার্ষিক মাহফিলে দারুল উলুম দেওবন্দের শিক্ষাসচিব আল্লামা আফজাল হুসাইন কাইমুরী উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *