২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৪ঠা রমজান, ১৪৪৪ হিজরি

পাকিস্তানে আবারও পুলিশ লাইনসে বোমা হামলা, আহত ৫

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানের বেলুচিস্তানে কোয়েটায় পুলিশ লাইনসের কাছে এক শক্তিশালী বিস্ফোরণে অন্তত পাঁচজন আহত হয়েছেন। রোবাবার (৫ ফেব্রুয়ারি) উদ্ধারকারী কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে ডন।

উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা ইদি ফাউন্ডেশনের কর্মী জিসান আহমেদ বলেছেন, আহতদের কোয়েটা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি জানান, বিস্ফোরণস্থলে পুলিশ ও জরুরি বিভাগের একাধিক দল পৌঁছেছে এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে রেখেছেন।

পুলিশ এখনও এ ঘটনা নিয়ে কিছু বলেনি, বিস্ফোরণের ধরনও তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি।

এদিকে পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) রোববার এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে বলেছে, নিরাপত্তা কর্মকর্তারা তাদের এই হামলার লক্ষ্য ছিল।

এর আগে গত সোমবার (৩০ জানুয়ারি) পাকিস্তানের পেশোয়ারে পুলিশ লাইনসের ভেতরে একটি মসজিদে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে। ঐ ঘটনার পর ১০০ এর বেশি মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য। হামলার সময় তারা মসজিদে জোহরের নামাজ আদায় করছিলেন। বোমা হামলায় মসজিদটি ধ্বংসস্তূপে পরিণত হয়।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com