পাকিস্তানে সংকটের জন্য ‘বাজওয়া’ দায়ী : ইমরান খান

পাকিস্তানে সংকটের জন্য ‘বাজওয়া’ দায়ী : ইমরান খান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের জন্য সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াই একমাত্র দায়ী। গত এপ্রিলে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার পেছনেও বাজওয়ার হাত রয়েছে বলে মন্তব্য করেছেন ইমরান খান। গতকাল সোমবার লাহোরের জামান পার্কের বিদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ইমরান খানের অভিযোগ, পাকিস্তানের দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) ওপর প্রভাব খাটানোর চেষ্টা করেছিলেন জেনারেল বাজওয়া। সাবেক প্রধানমন্ত্রীর দাবি, দুর্নীতির বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান নেওয়া সত্ত্বেও বাজওয়া দুর্নীতির মামলায় অভিযুক্তদের রেহাই দিতে চেয়েছিলেন।

ইমরান খান দাবি করেন, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী অভিযানের শুরুর দিকে বাজওয়া তাঁর সঙ্গে দ্বিমত পোষণ করেননি। কিন্তু পরে এ ধরনের অভিযান নিয়ে লেগে না থেকে তাঁকে দেশের অর্থনীতির ওপর জোর দিতে বলেন বাজওয়া।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাবেক সেনাপ্রধানের পক্ষে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পারভেজ এলাহির অবস্থান নেওয়া নিয়ে কথা বলেন ইমরান খান। এ সময় তিনি বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও পাকিস্তান মুসলিম লিগ-কিউ দুটি আলাদা রাজনৈতিক দল। জেনারেল বাজওয়া সম্পর্কে তাঁদের আলাদা নীতি থাকতেই পারে।

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বলেন, পিটিআই সরকার অপসারণের সঙ্গে যুক্তরাষ্ট্র কতটা জড়িত ছিল, তা তিনি বলতে পারবেন না। তিনি বলেন, ‘আমি এ ঘটনার তদন্ত দাবি করছি।’

তথ্যসূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *