পাকিস্তানে ৩৩ সন্দেহভাজনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

পাকিস্তানে ৩৩ সন্দেহভাজনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার অভিযোগে ৩৩ সন্দেহভাজনকে বিচারের জন্য হস্তান্তর করা হয়েছে।

গত ৯ মে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের পর দেশটির সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা চালায় বিক্ষোভকারীরা।

শুক্রবার (২৬ মে) পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ৩৩ সন্দেহভাজনকে বিচারের জন্য হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, সামরিক বাহিনীর কাছে তাদেরই হস্তান্তর করা হয়েছে যারা প্রতিরক্ষা স্থাপনায় অনুপ্রবেশ করে হামলা চালিয়েছে।

৯ মে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আল-কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদ হাইকোর্ট থেকে গ্রেপ্তার হন। ১০ মে আদালত তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। তোশাখানা মামলাতেও অভিযুক্ত হন তিনি।

ইমরানের গ্রেপ্তার ঘিরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠে পাকিস্তান। ইমরানের সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। সেনানিবাসসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালান তারা। দেড় হাজারের বেশি লোক গ্রেপ্তার হন, প্রাণ যায় আটজনের।

সূত্র: এনডিটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *