পাটকল বন্ধ; সিদ্ধান্ত না বদলালে কাল থেকে আমরণ অনশন

পাটকল বন্ধ; সিদ্ধান্ত না বদলালে কাল থেকে আমরণ অনশন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধের সিদ্ধান্ত থেকে আজকের মধ্যে সরে না এলে আগামীকাল বুধবার (০১ জুলাই) থেকে আমরণ অনশনে যাবে শ্রমিকেরা।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের আহ্বায়ক সরদার আব্দুল হামিদ একথা জানান।

তিনি বলেন, গত ২৫ জুন আন্তঃ মন্ত্রণালয়ের বৈঠকে সরকারি ২৫টি পাটকল বন্ধের সিদ্ধান্ত হয়েছে, এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে তাদের এই কর্মসূচি। আজ ৩০ জুনের মধ্যে এই সিদ্ধান্ত পরিবর্তন না হলে কাল থেকে শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা আমরণ অনশন করবে।

মঙ্গলবার (৩০ জুন) বেলা ২টা থেকে খুলনার রাষ্ট্রায়ত্ব ৯টি পাটকলের কয়েক হাজার শ্রমিক নিজ নিজ কারখানার সামনে তাদের পরিবার নিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। এই কর্মসূচি চলবে আগামীকাল দুপুর ২টা পর্যন্ত।

খুলনার খালিশপুরের পাঁচটি পাটকল, আটরা এলাকার দুটি এবং যশোরের দুটি পাটকলের স্থায়ী ও অস্থায়ী ৩০ হাজারেরও বেশি শ্রমিক এই আন্দোলনে অংশ নিচ্ছে।

এ আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে খুলনার শিল্পাঞ্চল। রাস্তার মোড়ে মোড়ে পুলিশের উপস্থিতি চোখে পড়ছে।

খুলনার খালিশপুরের বিভিন্ন পাটকল ঘুরে দেখা যায়, শ্রমিকেরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে প্রতিবাদ সভা করছে। প্লাটিনাম জুটমিলের সামনে দেখা যায় দুই হাজারেরও বেশি শ্রমিক শ্লোগান দিচ্ছেন।

বিক্ষোভ সমাবেশ থেকে শ্রমিক নেতারা বলেন, আজকের মধ্যে সরকারি এ সিদ্ধান্ত বাতিল না করা হলে আগামীকাল থেকে শ্রমিকরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে নিজ নিজ মিল গেটে আমরণ অনশন কর্মসূচি পালন করবে।

প্লাটিনাম জুটমিল ওয়াকার্স ইউনিয়নের সভাপতি সাহানা শারমিন বলেন, আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে যতক্ষণ না সরকার এই সিদ্ধান্ত থেকে সরে না আসে।

তিনি বলেন, সারাদেশে পাটকলের সাথে প্রায় তিন কোটি মানুষের রুটিরুজি জড়িত। পাটকল বন্ধ করলে তাদের পরিবার নিয়ে পথে বসতে হবে।

সূত্র : দ্য ডেইলি স্টার

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *