পানি কমলেও দুর্ভোগ কমেনি বানভাসিদের

পানি কমলেও দুর্ভোগ কমেনি বানভাসিদের

পানি কমলেও দুর্ভোগ কমেনি বানভাসিদের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: মাদারীপুরের শিবচরে বন্যার পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি। এখনও পানিবন্দি রয়েছে হাজার হাজার পরিবার। সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় বানভাসিরা ঘরে ফেরার চেষ্টা করছেন। তবে পানি কমলেও অনেকের বাড়িঘরে এখনও কাদা থাকায় ভোগান্তির মধ্যে রয়েছেন তারা।

কৃষকরা তাদের ক্ষতিগ্রস্ত ফসল ক্ষেত থেকে তুলে পরিষ্কার করার চেষ্টা করছেন। নদীভাঙনে গৃহহারা অনেক পরিবার উঁচু স্থানে ও ইঞ্জিনচালিত নৌকায় অবস্থান করছেন। এক কথায় বন্যা কবলিত মানুষের দুর্ভোগ কমেনি।

এদিকে পানিবাহিত বিভিন্ন রোগব্যাধী দেখা দিয়েছে বন্যা কবলিত এলাকার মানুষের মধ্যে। শ্রমিক সংকটের কারণে অনেকেই পাট কাটতে পারছে না। বন্যার পানিতে তলিয়ে নষ্ট হয়েছে চলাচলের রাস্তা। ফলে সাঁকো বানিয়ে কোনো রকমে চলাচল করছে মানুষ।

অপরদিকে নদীর পানি দ্রুত হ্রাস পাওয়ায় মাদারীপুরে পদ্মা, আড়িয়াল খাঁ, কুমার ও পালরদী নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মাদারীপুরে বন্যা কবলিত অনেক এলাকায় এখনও ঘরবাড়িতে পানি রয়েছে। বন্যায় ভেঙে যাওয়া রাস্তাঘাট জেগে উঠেছে। তবে এখনও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে অনেক এলাকা।

সারাদেশে নদনদীর পানি হ্রাস পাচ্ছে। দেশের ১০১ টি পর্যবেক্ষনাধীণ পয়েন্টের মধ্যে বৃদ্ধি পেয়েছে ২৮ টির এবং হ্রাস পেয়েছে ৬৮ টি’তে। এছাড়া, বিপদসীমার উপরে নদীর সংখ্যা ৩ টি এবং বিপদসীমার উপর পানি স্টেশনের সংখ্যা ৩ টি।
ব্রহ্মপুত্র নদের পানি সমতল স্থিতিশীল আছে,অপরদিকে, যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র-যমুনা উভয় নদ-নদীসমূহের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।

গঙ্গা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে এবং পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

উত্তরাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে,যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *