পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন মাওলানা আনোয়ার শাহ

পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন মাওলানা আনোয়ার শাহ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের শীর্ষস্থানীয় আলেম, আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জের মুহতামিম, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সহ-সভাপতি ও ঐতিহাসিক শহীদী মসজিদের খতীব মাওলানা আযহার আলী আনোয়ার শাহ তার মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ৩টায় পরিবারের সদস্যদের সম্মতিতে শোলাকিয়ায় পারিবারিক কবরস্থান বাগে জান্নাতে তাকে দাফন করা হয়। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে মরহুমের ছোটছেলে আনযার শাহ তানিমের ইমামতিতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

এর আগে জানাজার নামাজপূর্ব শেষবারের মতো দেখতে লাখো জনতা ভিড় করেন শোলাকিয়া মাঠে। স্থানীয় ওলামায়ে কেরাম ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসেন হাজারো আলেম ও ছাত্র-জনতা।

মাওলানা আনোয়ার শাহ সাহেবের জানাজার নামাজে হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমীর ও আল-জামিআতুল দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী আল্লামা শাহ আহমদ শফীর ইমামতি করার কথা থাকলেও আবহাওয়া খারাপ থাকার কারণে বয়োবৃদ্ধ এ আলেম জানাজায় অংশ নিতে পারেননি।

জানাজা পূর্ব মাওলানা আনোয়ার শাহ স্মরণে বক্তব্যে দেশের শীর্ষ আলেমরা বলেন, মাওলানা আনোয়ার শাহ সারাজীবন দীনের ওপর অবিচল থেকেছেন। কওমি মাদরাসার ছাত্র-শিক্ষক ও পড়ালেখার উন্নতির জন্য নিরলস পরিশ্রম করেছেন।

বক্তব্য রাখেন মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা নূর হোসেন কাসেমী, মাওলানা আবদুর রহমান হাফেজ্জি, মাওলানা আব্দুল কুদ্দুস, মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, মাওলানা সাজিদুর রহমান, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মাহফুজুল হক, মুফতি আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ, মাওলানা উবাউদুর রহমান খান নদভী, মাওলানা আবদুল লতিফ নিজামী, মাওলানা মুছলেহ উদ্দীন রাজু, মাওলানা কেফায়াতুল্লাহ আজহারী, মাওলানা শরীফ মুহাম্মাদ, মাওলানা ইমদাদুল্লাহ, মাওলানা লুৎফর রহমান, মাওলানা আব্দুল আজীজ, মাওলানা সাঈদ মিজানুর রহমান, মুফতি মুহাম্মাদ আলী, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, মাওলানা কাসেম, মাওলানা ফয়সাল, মুফতি নুরুল আমীন, মাওলানা আতাউল্লাহ, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আবদুল হকপ্রমুখ।

প্রসঙ্গত, বুধবার (২৯ জানুয়ারি) ধানমন্ডি শংকরের ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে মাওলানা আযহার আলী আনোয়ার শাহ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে দেশের ওলামায়ে কেরামসহ সর্বস্তরের জনসাধারণের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *