৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি

পার্লামেন্ট অধিবেশনের আগে ফের উত্তপ্ত ইসরায়েল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পার্লামেন্টের নতুন অধিবেশনের আগে ইসরায়েলের চলমান বিক্ষোভ যেন আরও ফুঁসে উঠেছে। সংস্কার স্থগিত করে আলোচনার আহ্বানের পরও আস্থা রাখতে না পেরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। সোমবারের (১ মে) অধিবেশনকে কেন্দ্র করে দেশটির রাজধানী তেল আবিবের রাস্তায় জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ।

সুপ্রিম কোর্টের ক্ষমতা হ্রাসের সংস্কার কর্মসূচির বিরুদ্ধে জানুয়ারি থেকে চলছে এই বিক্ষোভ। বিচারব্যবস্থায় বদল আনতে ইসরায়েল সরকার দেশটির সর্বোচ্চ আদালতের ক্ষমতা হ্রাসের পরিকল্পনা করেছিল।

বিক্ষোভের মুখে প্রায় ১ মাস আগে সংস্কার স্থগিত করে আলোচনার আহ্বান করেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। পরিকল্পনা স্থগিত করার বিষয়টি নিয়ে বিক্ষোভকারীদের পাশাপাশি সন্দিহান দেশটির বিরোধীদলও। আলোচনায় এখনও সমঝোতায় পৌঁছাতে পারেনি নেতানিয়াহু সরকার।

বিক্ষোভরত একজন শিক্ষার্থী বলেন, ‘ইসরায়েলের গণতন্ত্র হুমকির মুখে। টানা ১৭ সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। চলমান আলোচনায় সরকারের অনেক বিবৃতিই আমাদের চিন্তার কারণ। আমাদের ধারণা এই আলোচনা বাস্তবসম্মত ও সঙ্গতিপূর্ণ হবে না। এমন হলে তা আমরা মেনে নেবো না’।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, সংস্কারের উদ্দেশ্য সরকারের বিভিন্ন শাখার মধ্যে ভারসাম্য সৃষ্টি করা। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার পাশাপাশি সংস্কারের বিষয়ে ধর্মীয় জাতীয়তাবাদী জোট মিত্রদের সমর্থন রয়েছে।

গত ডিসেম্বরে ষষ্ঠ বারের মত প্রধানমন্ত্রী হন নেতানিয়াহু। তিনি বলেছেন, তার পতনের জন্য এই আন্দোলন চালাচ্ছে বিক্ষোভকারীরা। তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের সবগুলোকে অস্বীকার করেছেন তিনি।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com