৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি

পুতিনকে ‘হত্যা চেষ্টা’র অভিযোগ অস্বীকার জেলেনস্কির

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ক্রেমলিনে ড্রোন হামলা চালিয়ে ভ্লাদিমির পুতিনকে ‘হত্যা চেষ্টা’র অভিযোগ অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন ‘আমরা মস্কো বা পুতিনের ওপর কোনো হামলা চালাইনি। আমরা আমাদের ভূখণ্ডে লড়াই করছি। আমরা আমাদের গ্রাম ও শহরকে রক্ষা করতে লড়াই করছি।’ ফিনল্যান্ডে সফরে এক সংবাদ সম্মেলেন তিনি এই বক্তব্য দেন।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানায় যে ক্রেমলিনে মঙ্গলবার রাতে দুটো ড্রোন দিয়ে হামলার চেষ্টা করা হয়েছে, তবে রুশ প্রতিরক্ষা বাহিনী সে রাতেই ড্রোন দুটো আকাশে ধ্বংস করে দিয়েছে। হামলার অভিযোগ করে রাশিয়া হুমকি দিয়েছে, সময় অনুযায়ী তারা এর উপযুক্ত জবাব দেব।

বুধবার দিনের শুরুর দিকে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ছড়িয়ে পড়ে তাতে দেখা যায় যে ক্রেমলিনের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী ওপরের দিকে উঠছে। যেখানে দেখা যায় একটি বস্তু মস্কোর কেন্দ্রস্থলে বড় একটি সরকারি কমপ্লেক্সের ওপর উড়ছে এবং তারপরই বিস্ফোরণ ঘটে। দ্বিতীয় একটি ভিডিওতে দেখা যায় ওই এলাকার সিনেট বিল্ডিংয়ে ছোট বিস্ফোরণ, সেখানে আগুনও জ্বলতে দেখা গেছে। সে সময় দুজন ব্যক্তিকে ওই ভবনের গম্বুজের দিকে উঠতেও দেখা যায়।

ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হচ্ছে, কয়েক মিনিটের ব্যবধানে দুটি ভিন্ন দিক থেকে দুটি ড্রোন এসেছে বলে ধারণা করা হচ্ছে। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এসব ভিডিওর সত্যতা যাচাই করে দেখতে পারেনি বিবিসি।

রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ইউক্রেনের হামলার চেষ্টার ঘটনাকে ক্রেমলিন দেখছে ‘পরিকল্পিত সন্ত্রাসী আক্রমণ এবং প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা’ হিসেবে। কর্মকর্তারা জানিয়েছেন, ইলেকট্রনিক র‍্যাডার অ্যাসেট ব্যবহার করে ড্রোন দুটো নিষ্ক্রিয় করা হয়েছে।

হামলার সময় পুতিন ক্রেমলিনে ছিলেন না এবং হামলায় ভবনেরও কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে মস্কো। রাশিয়ার এমন অভিযোগের প্রেক্ষিতে ইউক্রেন বলেছে, তাদের ভূখণ্ডে ব্যাপক রুশ আক্রমণের একটি অজুহাত। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা রাশিয়ার দাবিগুলো অনেক সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে।

  • সূত্র : বিবিসি

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com