নিজস্ব প্রতিবেদক ● পুরান ঢাকার ইসলামবাগের বেড়িবাঁধ এলাকার একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। শনিবার বিকেলে একটি তিনতলা কাঠের বাড়ির নিচতলায় প্লাস্টিক কারখানার গোডাউনে আগুনের সূত্রপাত হয়।
নিহতদের মধ্যে শামীমের (৩০) নাম জানা গেছে। তবে তার স্ত্রী ও অন্যজনের পরিচয় এখনো নাম-পরিচয় এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার জানান, বিকেল চারটা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। পরে ১৩ টি ইউনিট টানা এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়।