পুড়ে যাওয়া ২০০ ঘর মেরামত করবে আরশাদ মাদানীর জমিয়ত

পুড়ে যাওয়া ২০০ ঘর মেরামত করবে আরশাদ মাদানীর জমিয়ত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মুম্বাই : কয়েকদিন আগে ভারতের নার্গিস দত নগর বান্দ্রা ওয়েস্ট এলাকায় ভয়ানক এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ এতে সেখানকার প্রায় ২০০ বাড়ী জ্বলে যায়৷ সেখানে তাদের সাহায্যের জন্য এগিয়ে আসে জমিয়তে উলামা হিন্দ। জমিয়তে উলামা হিন্দ সূত্রে জানা গেছে, খুব কঠিন ধরনের অগ্নিপাত ঘটায় ২০০ বাড়ী পুরে একদম ভস্মীভূত হয়ে গেছে। এবং কয়েক লাখ টাকার জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

এ অবস্থায় তাদের পাশে এসে দাঁড়িয়েছে জমিয়ত। জমিয়তে উলামা বান্দ্রা সেন্ট্রাল জোন এবং মহল্লার ইউনিট তাদের কাজে নেমে পড়েছে। বান্দ্রা জমিয়তে উলামা চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ হাশেম খান এবং বান্দ্রা সেন্ট্রাল জোন-এর জেনারেল সেক্রেটারি মাওলানা রুহুল হকের নেতৃত্বে বিধ্বস্ত এলাকায় কাজ করছে জমিয়তে উলামা হিন্দের অভিজ্ঞ কর্মীরা৷

জানা গেছে, নার্গিস নগর বান্দ্রা ওয়েস্ট এলাকায় এ ঘটনা ঘটার সাথে সাথেই তাদের সাহায্যের জন্য পাশে এসে দাঁড়িয়েছে জমিয়তে উলামা মহারাষ্ট্র। জমিয়তে মহারাষ্ট্র তাদের টিম নিয়ে সরাসরি চলে গেছে নার্গিস দতের বান্দ্রা ওয়েষ্টে। সেখানে তাদের খাবার, কাপড়সহ আরো সব বিষয়ে পূর্ণ সাহায্য করছে জমিয়ত টিম৷ এছাড়াও পুড়ে যাওয়া বাড়ীগুলো মেরামতে লেগে গেছে জমিয়তের কর্মীরা৷ ঘর মেরামতের আগে তারা একটা বৈঠক করেছে বলে জানা যায়৷ দ্রুত যেন কাজ শেষ হয় এই সিদ্ধান্তই নেয়া হয়েছে সেখানে।

এদিকে জমিয়তে উলামা খাড়ের সভাপতি রিয়াজ আহমেদ ফারুকি এবং জমিয়তে উলামা মহারাষ্ট্রের কোষাধক্ষ মুফতি মুহাম্মদ ইউসুফ আগুনে পুড়ে যাওয়া এলাকা পরিদর্শন করে সেখানকার খোঁজ খবর নিয়েছেন। জমিয়তের কাজের গতি পরিদর্শনের সাথে সেখানকার বাসিন্দাদেরও খোঁজ খবর নিয়েছেন তারা। সেসময় তাদেরকে সান্ত্বনা ও ধৈর্য ধরতে আহ্বান জানিয়ে তারা বলেন, আপনারা ধৈর্য ধরুন। আল্লাহর উপর ভরসা রাখুন। আমাদের নেতা জমিয়তে উলামা হিন্দের চেয়ারম্যান মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী আপনাদের ঘর মেরামতসহ সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।

এসময় মুফতি ইউসুফ বলেন, আপনাদের ভেতরই একজনকে দায়িত্ব নিতে হবে৷ সুশৃঙ্খলভাবে সব কাজ ঠিকঠাকমতো হতে আমাদের সবাইকেই দায়িত্বশীল হতে হবে। আল্লাহর রহমতে জমিয়ত আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে। আপনারা আল্লাহর উপর ভরসা রাখুন এবং ধৈর্যধারণ করুন।

অনুবাদ ও গ্রন্থনা : কাউসার মাহমুদ
সম্পাদনা : মাসউদুল কাদির
তথ্যসূত্র : ডেইলি হামারা সামাজ, দিল্লী

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *