পাথেয় টোয়েন্টিফোর ডটকম: হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। একইসঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানায় দলটি।
সোমবার (১১ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমদ বলেন, ‘দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। একদিনের ব্যবধানে পেঁয়াজের কেজি ২২০ টাকা ছাড়িয়েছে। একদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ ১০০ থেকে ১১০ টাকা করে বিক্রি হতো।’
সরকারের সমালোচনা করে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, ‘সরকারের বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, দেশে পর্যাপ্ত পেঁয়াজ রয়েছে। তারপরও এভাবে রাতারাতি এ পণ্যের মূল্যবৃদ্ধি দেশবাসীর কাছে রহস্যজনক। সরকার সিন্ডিকেটের কাছে নতি স্বীকার করেছে।’
পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে যৌক্তিক কোনও কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে মজুতদারদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করায় দাম বেড়ে গেছে। অতি মুনাফাখোর ব্যবসায়ীরা সরকারদলীয় লোকজনের মদদে কারসাজি করে জনগণের থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।’