পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অটল বিহারি বাজপেয়ির শাসনামলের স্মৃতি ফিরিয়ে নিয়ে এসে সাধারণ জনতাকে কাঁদাচ্ছে পেঁয়াজ। দাম প্রায় একশ টাকা কেজিতে ওঠার অপেক্রাষায় রয়েছে। ভারতের কোথাও ৭০টাকা, কোথাওবা ৮০, আবার কোথাও ৯০টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ।

সাধারণ জনতার দুর্গতি ঠেকাতে জরুরি ভিত্তিতে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। রোববার কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই নির্দেশনা জারি করা হয়েছে।

যতক্ষণ পর্যন্ত অন্য কোনো নির্দেশনা আসছে, ততদিন পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকবে। মন্ত্রী রামবিলাস পাসোয়ান এক টুইট বার্তায় জানান, পরিস্থিতি মোকাবিলায় সবরকম চেষ্টা চালানো হচ্ছে। কর্মকর্তারা গিয়ে কৃষকদের সঙ্গেও কথা বলছেন।

গত দেড় সপ্তাহের মধ্যে দিল্লিতে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে ৮০ ছুঁয়েছে। দিল্লির মান্ডি এবং বাজারে দাম বাড়ার একটাই কারণ জানা যাচ্ছে, তা হলো বন্যা।

দিল্লিতে পেঁয়াজ সব চেয় বেশি আসে মহারাষ্ট্রের নাসিক থেকে। প্রচণ্ড বৃষ্টিতে অর্ধেক ফসল নষ্ট হয়েছে। গত তিন বছর পেঁয়াজ-চাষিরা ফসলের দাম পাননি। গত বছর তো তারা রাস্তায় পেঁয়াজ ফেলে দিয়েছিলেন।

তখনও রাজ্য সরকার কিছু করেনি, এখনো কিছু করছে না। বরং সব দোষ চাষিদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। সরকারিভাবে বা হচ্ছে, মহারাষ্ট্র ছাড়া দক্ষিণ ভারত, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাটে প্রবল বৃষ্টির ফলে নতুন ফসল উঠতে দেরি হয়েছে। সে কারণে নভেম্বরের আগে দাম আগের মতো কম হওয়ার সম্ভাবনা একেবারেই কম।

পাকিস্তান হয়ে এরই মধ্যে ভারতে ঢুকতে শুরু করেছে পেঁয়াজ ভর্তি আফগান ট্রাক। এছাড়া খুব শিগগিরই আরো ৩০ থেকে ৩৫ ট্রাক পেঁয়াজ ভর্তি লরি খুব ভারতের উদ্দেশে রওনার অপেক্ষায়।

দাম বাড়ার কারণে আফগান ব্যবসায়ীরা ভারতে পেঁয়াজ রপ্তানিতে বিশেষ আগ্রহী হয়ে উঠেছেন। ভারতে এর দাম ৩০ টাকা কিজি দরে না পৌঁছানো পর্যন্ত তারা রপ্তানি জারি রাখতে আগ্রহী বলে জানিয়েছেন আফগান ব্যবসায়ীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *