প্রকাশিত হয়েছে আল্লামা মাসঊদের স্মৃতিচারণ মূলক গ্রন্থ ‘স্মৃতির মলাটে ফিদায়ে মিল্লাত’

প্রকাশিত হয়েছে আল্লামা মাসঊদের স্মৃতিচারণ মূলক গ্রন্থ ‘স্মৃতির মলাটে ফিদায়ে মিল্লাত’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রকাশিত হয়েছে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) এর খলীফা, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের লিখিত স্মৃতিচারণ মূলক গ্রন্থ ‘স্মৃতির মলাটে ফিদায়ে মিল্লিত হযরত সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.)’।

বইটি প্রকাশ করেছে পাথেয় পাবলিকেশন্স, প্রচ্ছদ করেছেন সুলতান মাহমুদ, মুদ্রিত মূল্য ৩০০ টাকা।

আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, ‘হযরত ফিদায়ে মিল্লাত (রহ.) এর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের আলোকে এই স্মৃতিচারণ মূলক গ্রন্থ লেখা হয়েছে। সুতরাং এতে বহু বিষয় আসেনি, আবার এমন বিষয়ও আছে যা অন্য কোথাও বিধৃত হয়নি। পাঠক এই আলোকেই বইটি দেখবেন আশা করি।’

বইটির প্রকাশক মাওলানা সদরুদ্দীন মাকনুন পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘পাথেয় পাবলিকেশন্স থেকে যুগের কিংবদন্তি আলেম, বাংলা সাহিত্যের কর্ণধার আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের ‘স্মৃতির মলাটে ফিদায়ে মিল্লিত হযরত সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.)’ স্মৃতিচারণ মূলক গ্রন্থটি পাঠকের সামনে হাজির করতে পেরেছি। আশা করি এই বইটি পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে।’

আরও পড়ুন: নতুন ধারার সীরাতগ্রন্থ ‘সতত আধুনিকতায় প্রাসঙ্গিক’

আগামি ২৪ মার্চ বুধবার সন্ধ্যায় ইকরা বাংলাদেশ মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করবেন শাইখুল ইসলাম সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী (রহ.) এর দৌহিত্র, জানেশীনে ফিদায়ে মিল্লত, বর্তমান বিশ্বের অন্যতম অধ্যাত্মিক রাহবার, জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারি জেনারেল আওলাদে রাসূল আল্লামা মাহমুদ আসআদ মাদানী।

বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন- পাথেয় পাবলিকেশন্স, ১২২৭/এ/১ চৌধুরিপাড়া, ঢাকা-১২১৯। মোবাইল: ০১৭২৪৫৮৮৪৮৫।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *