পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অমর একুশে গ্রন্থমেলা ‘২২ উপলক্ষে প্রকাশিত হয়েছে তরুণ কবি ও ছড়াকার সাইফুল্লাহ ইবনে ইব্রাহিম রচিত ছড়াগ্রন্থ ‘হারিয়ে গেছে সাথী’। বইটি প্রকাশ করেছে জ্ঞানপিপাসু প্রকাশনী। মুদ্রিত মূল্য ১৪০ টাকা। বইমেলায় পরিবেশন করবে শিশুরাজ্য প্রকাশনী, স্টল নং ১৯৪।
এই গ্রন্থৈ ধর্ম, বাবা-মা, দেশ-প্রকৃতি, জীবনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনাসহ নানান বিষয়ের ছড়া লিখেছেন সাইফুল্লাহ ইবনে ইব্রাহিম। সেই সাথে মানবজীবনের নানান অনুভূতির কথা দক্ষতার সাথে ফুটিয়ে তুলেছেন। যা যেকোনো পাঠকের হৃদয়ে আনন্দের সঞ্চার করবে।
- বইটি দেশের যেকোনো জায়গা থেকে সংগ্রহ করতে ফোন করুন এই নাম্বারে- ০১৭০৯১৯৬৭৪২