প্রখ্যাত আলেম সাংবাদিক মাওলানা মুজাহিদ আল-হুসাইনির ইন্তেকাল

প্রখ্যাত আলেম সাংবাদিক মাওলানা মুজাহিদ আল-হুসাইনির ইন্তেকাল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : উপমহাদেশের প্রখ্যাত আলেম সাংবাদিক ও সুসাহিত্যক মাওলানা মুজাহিদ আল-হুসাইনি (ফয়সালাবাদ) মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

সূত্রমতে, ফয়সালাবাদের জামিয়া মসজিদে টেকনিক্যাল পিপলস কলোনিতে মঙ্গলবার বাদ আসর মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

বিশিষ্ট এ আলেম সাইয়্যেদ হুসাইন আহমদ মাদানী (রহ.) মুরিদ এবং শাহ আতাউল্লাহ বুখারি রহ. এর সাথী ছিলেন। মাদানী রহ.-এর দিকে নিসবত করেই তিনি নামের শেষে হুসাইনি লকব লাগাতেন।

মাওলানা মুজাহিদ আল-হুসাইনি খতমে নবুওয়ত আন্দোলনেই তার দীর্ঘ জীবন অতিবাহিত করেছেন। তাকে ‘ইয়াদগার আকাবির’ বলে সম্বোধন করা হতো।

মাওলানা মুজাহিদ আল-হুসাইনির মৃত্যুতে ভারতের জমিয়তে উলামা হিন্দে প্রধান মাওলানা আরশাদ মাদানী শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাতে আল্লাহর কাছে দোয়া করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *