৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে জিলকদ, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারাদেশের সব সিএনজি স্টেশন প্রতিদিন ৫ ঘণ্টা- সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ ১ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন, পেট্রোবাংলা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। যদি কেউ এটি অমান্য করে তাহলে তার বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন ২০১০ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে এই নির্দেশ জারি করেছে সরকার।
সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠে থাকবে গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিম। তাদের রিপোর্ট অনুযায়ী আদেশ অমান্য করা গ্যাস স্টেশনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে এই নির্দেশের কারণে জনসাধারণের সাময়িক অসুবিধা হবে উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।