প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকরা যেন আঘাত না পান : মাশরাফি

প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকরা যেন আঘাত না পান : মাশরাফি

পাথেয় রিপোর্ট : তিনি নেতা। তার এই নেতৃত্ব গুণ দিয়েই তিনি জয় করেছেন ক্রিকেটের মাঠ। শুধুই কি মাঠ! মাশরাফির আছে আলাদা ব্যক্তিত্ববোধ। যা তাকে সকলের কাছে একজন শ্রদ্ধার মানুষ হিসেবেই পরিচিতি করেছে। দেশ ও দশ সকলের কাছেই মাশরাফি এখন আস্থার প্রতীক। রাজনীতিতে সমালোচনাও হয়েছিলো এই নেতার। কিন্ত তিনি মাশরাফি। রাজনীতির মঞ্চে দাঁড়িয়েও তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকরা যেন শারীরিক ও মানসিকভাবে আঘাত না পান সেদিকে খেয়াল রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

এসময় তিনি বলেন, তিনি বলেন ‘আমি নোংরামি পছন্দ করি না।’

নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা রোববার বেলা ১১টায় নড়াইলে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। আইনজীবী সমিতির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। মাশরাফি বলেন, আমার প্রতীক নৌকা। আপনারা সবাই নৌকা প্রতীকে ভোট দেবেন। আমি আপনাদের সন্তান। আপনাদের মাঝেই বড় হয়েছি।

মাশরাফি বলেন, ‘বঙ্গবন্ধু–কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে নয়, নড়াইলবাসীকে নৌকা প্রতীক দিয়েছেন । এর সম্মান রাখার দায়িত্ব আপনাদের । নৌকা প্রতীকে ভোট করবেন । আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁর সমর্থকেরা শারীরিক এবং মানসিক কোনোভাবেই যেন আঘাত না পান সেদিকে খেয়াল রাখবেন । আমি নোংরামি পছন্দ করি না।’

নৌকা বিজয়ী হলে দেশের মানুষও বিজয়ী হবে, উল্লেখ করে মাশরাফি বলেন, ‘আমি আপনাদের সন্তান । আপনাদের চোখের সামনেই বড় হয়েছি । চলার পথে আমার কোনো ভুলত্রুটি হলে ক্ষমা করে দেবেন । আমার মতো মানুষকে নির্বাচনের সুযোগ দেওয়ায় আমি প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম নবীর সভাপতিত্বে মতবিনিময়ে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, অ্যাডভোকেট মোল্যা খবির উদ্দিন, অ্যাডভোকেট এসএম ফজলুর রহমান জিন্নাহ, অ্যাডভোকেট সাঈফ হাফিজুর রহমান খোকন, অ্যাডভোকেট সিদ্দিক আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পরিতোষ কুমার বাগচী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *