২৮শে মে, ২০২২ খ্রিস্টাব্দ , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ , ২৬শে শাওয়াল, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনায় ওবায়দুর বখস নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা দিনাজপুরেরর নবাবগঞ্জের।
তিনি উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত মীর বখসের ছেলে এবং স্থানীয় নারায়ণপুর দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট।
মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গত ২৩ জানুয়ারি রাতে উপজেলার বিনোদনগর ইউনিয়নের নন্দনপুর গ্রামে একটি দুর্গা মন্দিরে প্রতিমা ভাংচুর করা হয়। ওই ঘটনায় পরেরদিন উপজেলার নন্দনপুর গ্রামের প্রভাষ চন্দ্র রায় থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ওবায়দুরকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার মাদ্রাসা সুপারকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (০৩ ফেব্রুয়ারি) সকালে তাকে দিনাজপুর আদালতে প্রেরন করা হয়েছে।
/এএ