৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর, চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, প্রচলিত প্রতিহিংসার রাজনীতির কারণে এক দল অন্য দলের কাছে নিরাপদ নয়। কিন্তু ইসলামে সকলেই নিরাপদ। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। প্রতিহিংসার স্থান এখানে নেই। কাজেই শান্তি ও মুক্তি পেতে সকলকে ইসলামেই ফিরে আসতে হবে।
আজ শনিবার (৬মে) বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে আলোচনাকালে চরমোনাই পীর এসব কথা বলেন।
তিনি বলেন, প্রতিহিংসার কারণে মানুষ ভালো কিছু করতে পারে না। সৌহার্দপূর্ণ রাজনীতি চর্চা বেশি জরুরি। ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে সকলকে ব্রত হতে হবে। মানুষ প্রতিহিংসার রাজনীতির কারণে বিভিন্নভাবে অধিকার বঞ্চিতহচ্ছে। ন্যায়বিচার ও ইনসাফ থেকে বঞ্চিত হচ্ছে। ভোটের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এজন্য প্রতিহিংসার রাজনীরি কবল থেকে বের হয়ে আদর্শিক রাজনীতির চর্চা করতে হবে।
চরমোনাই পীর বলেন, ৫২ বছরে যারা দেশে প্রতিহিংসার রাজনীতি চালু রেখেছে তাদেরকে বয়কট করুন। আগামীতে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেয়ার লক্ষ্যে দেশপ্রেমিক ঈমানদার জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরো বলেন, ইসলামী আন্দোলন ক্ষমতার রাজনীতি করে না বরং ইবাদতের রাজনীতি করে। কাজেই যারা ইসলামী আন্দোলনকে নিয়ে অপপ্রচার করে, তাদের থেকে সতর্ক থাকতে হবে।