প্রথমবারের মতো সরাসরি তফশিল ঘোষণা করবেন সিইসি

প্রথমবারের মতো সরাসরি তফশিল ঘোষণা করবেন সিইসি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: দেশে প্রথমবারের মতো বুধবার সন্ধ্যা ৭টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল সরাসরি বাংলাদেশ টেলিভিশন-বেতারসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে ঘোষণা করা হবে।

বিকাল ৫টায় নির্বাচন কমিশনের ২৬তম সভায় মনোনয়নপত্র জমার শেষ সময়, বাছাই, প্রত্যাহারের শেষ দিন ও ভোটের দিণক্ষণ চূড়ান্ত হবে।

তার পর সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে নির্বাচনের তফশিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

বুধবার কমিশনের মুখপাত্র ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, অতীতে রেকর্ড করা ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনাররা জাতীয় নির্বাচনের তফশিল দিলেও এবার সিইসির সেই ভাষণ বিটিভি ও বেতারে ‘সরাসরি সম্প্রচার’ করা হবে।

অতীতে কমিশনসভা শেষে ভাষণ রেকর্ড করে প্রচার করা হতো। এই প্রথমবারের মতো নির্বাচন ভবন থেকে সরাসরি সম্প্রচার হবে তফশিলসহ সিইসির ভাষণ।

এক প্রশ্নের জবাবে ভোটের পরিবেশ ভালো উল্লেখ করলেও রাজনৈতিক বিষয়ে কোনো মন্তব্য করেননি সচিব।

সংবাদ সম্মেলনে এনআইডি উইং ডিজি একেএম হুমায়ুন কবীর, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান, আব্দুল বাতেন, ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *