৮ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ , ৯ই মহর্রম, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গাজীপুরের শ্রীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করায় ইয়াসিন আরাফাত আকরাম (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ এপ্রিল) বেলা ১১ টায় তাকে শ্রীপুর থানা পুলিশ নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে । শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান-২ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ইয়াসিন আরাফাত শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার আব্দুল আলীর ছেলে।
শ্রীপুর থানার এসআই মনিরুজ্জামান জানান, সম্প্রতি ইয়াসিন আরাফাত আকরাম তার ফেসবুক আইডি দিয়ে “ইসলামের সৈনিক” নামে একটি গ্রুপ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেন। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
পরে ওই এলাকার নাজিম উদ্দিন মাষ্টার নামে এক ব্যক্তি বাদী হয়ে গত শুক্রবার (৯ এপ্রিল) শ্রীপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। আজ (১৩ এপ্রিল) অভিযুক্তকে গ্রেপ্তার করে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।