প্রধানমন্ত্রীকে নিয়ে টাইম ম্যাগাজিনের প্রতিবেদনকে ইতিবাচক দেখছে সরকার

প্রধানমন্ত্রীকে নিয়ে টাইম ম্যাগাজিনের প্রতিবেদনকে ইতিবাচক দেখছে সরকার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনে প্রকাশিত প্রচ্ছদ প্রতিবেদনকে ইতিবাচক হিসেবে দেখছে সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.শাহরিয়ার আলম।

বুধবার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর দফতর সম্মতি দিয়েছে, প্রধানমন্ত্রী ইন্টারভিউতে অংশগ্রহণ করেছেন এবং সার্বিক অর্থে মনে করি, বাংলাদেশের গুরুত্ব, শেখ হাসিনার স্টেটসম্যানশিপ এবং এত ব্যক্তিগত প্রতিবন্ধকতা পার হয়ে এসে, যে জায়গায় তিনি বাংলাদেশকে নিয়ে এসেছেন, সেটি টাইম ম্যাগাজিনের নিবন্ধে ওঠে এসেছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘তারা (টাইম) শুধু ভালো কথা বলবে না, তারা যেসব সমালোচনা এনেছে, তার মধ্যে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য আছে অবশ্যই। আমরা সামনের দিনে যোগাযোগ করতে পারি, কিন্তু এ ধরনের সিদ্ধান্ত হয়নি।’

তবে এখানে অনেক ভালো দিক আছে এবং আমরা ইতিবাচকভাবে দেখবো। এখানে নেতিবাচক বিষয়গুলো ধারাবাহিকভাবে আপনারাও দেখেছেন। আমরা প্রমাণও দিয়েছি এবং দিতে দিতে কিছুটা ক্লান্তিও এসেছে বলে তিনি জানান।

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘আজকাল পৃথিবীতে অর্থের বিনিময়ে অনেক কিছু করা যায়। এমনকি বলেই ফেলতে হয়— যুক্তরাষ্ট্র বা ইউরোপিয়ান ইউনিয়নের একাধিক উচ্চ পর্যায়ের কর্তা ব্যক্তি তাদের পদ হারিয়েছেন। এর কারণ, অন্য দেশের কিছু রাজনৈতিক দল বা নেতাকে পয়সার বিনিময়ে সমর্থন করতে গিয়ে। এর মানে হচ্ছে, এই কাজটি অব্যাহতভাবে চলছে বলেই এ ঘটনাগুলো ঘটছে। এখানে (বাংলাদেশে) এই প্রভাবটি অনেকখানি আছে। আমাদের সবকিছু নিয়ে এগিয়ে যেতে হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *