২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দিনাজপুরের হিলিতে ১০ কেজি করে তিন হাজার পরিবারকে চাল বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ কার্যক্রমের উদ্বোধন করেন হিলি পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত।
এ সময় পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম, কাউন্সিলর ফারুক হোসেন, রতন কুমার, জুনিয়র প্রকৌশলী আব্দুর রাজ্জাকসহ ট্যাগ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মেয়র জামিল হোসেন চলন্ত বাংলা ট্রিবিউনকে জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। পৌরসভার মোট ৩ হাজার ৮১ জনের মধ্যে এই চাল বিতরণ করা হয়।