পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রবাসীরা অক্টোবর মাসের প্রথম ২০ দিনে ১১০ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়াবে ১৭০ কোটি ডলার।
রবিবার (২৩ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এ চিত্র পাওয়া গেছে।
১১০ কোটি ডলারের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচটি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ২২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। আর বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৮৪ কোটি ৭১ লাখ ডলার।
প্রবাসীরা বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স পাঠিয়েছেন ৫০ লাখ মার্কিন ডলার। আর বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে এক কোটি ৯৬ লাখ ডলার।
২০ দিনে বরাবরের মতো এবারও সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। প্রবাসীরা ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স পাঠিয়েছেন ২৬ কোটি ৬১ লাখ ডলার। এরপর রয়েছে অগ্রণী ব্যাংক। এই ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৭ কোটি ৮৪ লাখ, ডাচ-বাংলা ব্যাংকের মাধ্যমে এসেছে ৬ কোটি ১৭ লাখ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের মাধ্যমে এসেছে ৬ কোটি ৮ লাখ, সোনালী ব্যাংকের মাধ্যমে এসেছে ৬ কোটি ৮ লাখ এবং রূপালী ব্যাংকের মাধ্যমে এসেছে ৫ কোটি ৭৩ লাখ ডলার।
২০২২-২৩ অর্থবছরে নগদ প্রণোদনা ২% থেকে বাড়িয়ে ২.৫% করা সত্ত্বেও সেপ্টেম্বরে রেমিট্যান্সের অভ্যন্তরীণ প্রবাহে কমে যেতে দেখা যায়।
অভ্যন্তরীণ রেমিট্যান্স বৃদ্ধির প্রবণতা নিয়ে এই অর্থবছর শুরু হয়েছিল। যেখানে জুলাই মাসে বাংলাদেশ ২.০৯ বিলিয়ন মার্কিন ডলার এবং আগস্ট মাসে ২.০৩ বিলিয়ন ডলার প্রবাসী আয় পেয়েছে। কিন্তু সেপ্টেম্বরে এসে তা নিম্নমুখী হয়ে যায়।
আর্থিক খাতের পর্যবেক্ষকরা মনে করেন যে, প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠানোর জন্য হুন্ডিকে বেছে নিচ্ছেন। কারণ সেখানে মার্কিন ডলারের বিনিময় হার খুচরা বাজারে ৮ থেকে ১৪ টাকা বেশি পাওয়া যায়।