১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ২১শে জিলকদ, ১৪৪৪ হিজরি

প্রশ্ন ফাঁসের সুযোগ নেই, ভুলভ্রান্তি হতে পারে : শিক্ষামন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারা দেশে একযোগে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। এই পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ রবিবার সকাল ১০টায় বাড্ডা হাই স্কুলে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে এমন মন্তব্য করেন তিনি।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, প্রশ্ন বিতরণে ভুলভ্রান্তি হতে পারে। তবে প্রশ্ন ফাঁসের কোন সুযোগ থাকছে না। এ বছর প্রশ্ন ফাঁসের গুজব ঠেকাতে সামাজিক যোগাযোগমাধ্যমে কঠোর মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে। কেউ গুজব রটালে তাকে আইনের আওতায় আনা হবে।

কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয় ছিল সন্তোষজনক। একটি পাবলিক পরীক্ষা হিসেবে বিদ্যালয়ের পরিবেশ কিছুটা অপরিচ্ছন্ন ছিল। পরিবেশটি আরেকটু ভালো করা প্রয়োজন ছিল।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছিল পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এরপর কোনো পরীক্ষার্থী আসলে দেরি করে আসার কারণসহ পরীক্ষার্থীর তথ্যাদি রেজিস্ট্রারে লিপিবদ্ধ করতে হবে।

আজ বাড্ডা হাই স্কুলে গিয়ে দেখা যায় সাড়ে ৯টার পর থেকে পৌনে ১০টা পর্যন্ত অন্তত দশ জন পরীক্ষার্থী প্রবেশ করেছে। ৯টা ৫০ মিনিটে প্রবেশ করেছে আরো পাঁচ জন পরীক্ষার্থী। এসব পরীক্ষার্থীর তথ্য লিপিবদ্ধ করায় বিদ্যালয় কোনো ব্যবস্থাপনা ছিল না। এছাড়া ভুল কেন্দ্রে প্রবেশ করার পর ৯টা ৫৫ মিনিটে পাঁচজন পরীক্ষার্থীকে বের হয়ে যেতে দেখা যায়।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের পর কেন্দ্রে প্রবেশ করলে অবশ্যই রেজিস্ট্রার খাতা ব্যবহার করতে হবে। কেন্দ্রের বিষয় পরীক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরো সচেতন হওয়া প্রয়োজন। অন্তত এক সপ্তাহ আগে এসব বিষয় নিশ্চিত করতে হবে।

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠ সংশোধন বিষয়ে মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা পড়াশোনার মধ্যেই ছিল। সব জায়গায় ভুলভ্রান্তি ছিল না। যতটুকু ভুল ছিল তার সংশোধন করে দেওয়া হয়েছে। সংশোধনে তেমন বিলম্ব হয়নি বলে আমি মনে করি।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com